বৃহস্পতির কক্ষপথে নাসার উপগ্রহ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ৭:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: বৃহস্পতির কক্ষপথে ‘জুনো’ নামের একটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে স্থাপন করতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসার বিজ্ঞানীরা।
প্রায় পাঁচ বছরের পথ পাড়ি দিয়ে বৃহস্পতির কক্ষপথে পৌঁছে জুনো। বৃহস্পতির মহাকর্ষের প্রভাবে জুনোর পতন ঠেকাতে ও এর গতি কমাতে রকেট ইঞ্জিন ব্যবহার করে। জুনো থেকে পাঠানো সংকেত থেকে জানা গেছে স্থিতিশীলভাবে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে এটি।
মিশনের সাফল্যে উল্লাশ প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা। এই উপগ্রহের মাধ্যমে বৃহস্পতি পৃষ্ঠের অনেক অজানা তথ্য জানার আশা করছেন তারা।