ইলিয়াস আসছে ?
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:০৪,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদক: মুখে কথা নেই। চোখেও নেই পানি। শুধু জানালার গ্রীল ধরে পথপানে চেয়ে থাকেন। বাড়ীতে নতুন কাউকে দেখলে আর আগের মতো বিচলিত হতে দেখা যায় না তাকে। হাত জাপটে ধরে হাউমাউ করে বলতে শোনা যায় না ‘আমার ছেলে কোথায় আছে? কেমন আছে? আমার বুকের মানিক আমার কাছে এনে দাও-এনে দাও।’ শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে ক্রমাগত। ছেলের অপেক্ষায় এভাবেই পথ পানে চেয়েথাকেন বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ এম. ইলিয়াস আলীর স্নেহময়ী মাতা সূর্যবান বিবি। ইলিয়াসের জন্মস্থান বিশ্বনাথ উপজেলার রামধানার গ্রামের বাড়ীতে গেলে চোখে পড়ে এসব দৃশ্য। কবে শেষ হবে ইলিয়াসের মায়ের প্রতিক্ষার প্রহর? জানালার গ্রীল ধরে পথ পানে নির্বাক চেয়ে থাকা? ইলিয়াসের স্নেহময়ী মায়ের মুখে কখন ফুটবে হাসি !
“নিখোঁজ রহস্যে”র কুলকিনার না হওয়ায় একেবারেই ভেঙ্গে পড়েছেন ইলিয়াসের মা সূর্যবান বিবি। এখনও তাঁর কান্না থামছে না। লোকজন দেখলেই ‘আমার ইলিয়াস কোথায় আছে? কেমন আছে? তাকে আমার বুকে এনে দাও’ বলে আহাজারি করেন। কারও সাথে ভালো করে কথা বলছেন না আগের মত।
বড় ভাই আউলাদ আলীও ছোট ভাই ইলিয়াস আলীর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, ঢাকার বাসা থেকে ইলিয়াস বাড়ীতে আসলেই মা’কে পা ধরে সালাম করত। মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করতেন। যাবার সময় মাথায় হাত বুলিয়ে দিতেন। জিজ্ঞেস করতেন আর কবে ফিরবি বাবা? ইলিয়াস যে পথ দিয়ে বাড়ী থেকে বেরিয়ে যেতো বিদায় জানিয়ে মা অপলক চেয়ে থাকতেন। নিখোঁজের পর থেকেই এভাবেই ইলিয়াসের পথ পানে নির্বাক হয়ে চেয়ে থাকেন মা।
বেশ কয়েক বছর হলো ইলিয়াস আলী নিখোঁজ। যারা এক সময় তাকে নেতা মেনে রাজনীতি করতেন, তাদের অনেকেই এখন ইলিয়াস আলীকে ভুলতে বসেছেন। তারা ছিলেন স্বার্থের দালাল। কিন্তু যিনি মা। যিনি সব কালোর আলো। সেই মা তো আর স্বার্থের ধারী নন। তাই, পুত্রের প্রতীক্ষার তার অসহনীয় প্রহর কাটে। তিনি জানেন, একদিন না একদিন তার বীর পুত্র আসবে। জনতার ইলিয়াস জনতার মাঝে আসবে। সত্যি কি তবে আসবে…?