বিশ্বনাথ সোস্যাল ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ৬:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ: আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিশ্বনাথ সোস্যাল ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার এতিম, অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নে বিতরন কালে উপজেলা সদরের নতুনবাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক কবি খালেদ উদ-দীন। তিনি বলেন- প্রবাসীরা আশির্বাদের বরপুত্র। তারা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, অন্যদিকে দেশের এতিম ও অসহায় মানুষের কল্যাণে বহুমাত্রিক অবদান রেখে চলেছেন। তিনি আরো বলেন- বিশ্বনাথ সোস্যাল ডেভলাপমেন্ট ট্রাস্ট সূচনালগ্ন থেকেই দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে করে যাচ্ছে। তাদের সাহায্য-সহযোগিতার ধারা অব্যাহত থাকলে এতদ্বঞ্চলের নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো বিভিন্নভাবে উপকৃত হবে।
বিশিষ্ট গণমাধ্যমকর্মী, কবি এনামুল হক মামুনের সভাপতিত্বে এবং খ্যাতিমান ক্রীড়া সংগঠক রাসেল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আজিজ ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রব সরকার, মর্নিং স্টার একাডেমির ভাইস প্রিন্সিপাল রফিক আহমদ রাজু, হাজী ঈসমাইল আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলী আনহার শাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামেয়া লুৎফাবাদ পাঠাকইন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল করিম, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগ, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল আশিকী, অফিস সম্পাদক আজাদুল ইসলাম।