সিলেটে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস.এম জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ঈদ বস্ত্র হিসাবে শাড়ী, লুঙ্গি ও পঞ্জাবী বিতরণ করা হয়। গত ৬ জুলাই দুপুর ১২টায় দরগা গেইটে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সিলেটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম গাজী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সেলিম আহমদের পুত্র ব্যবসায়ী আহমদ ফয়েজ ছামী আনুষ্ঠানিক ভাবে এ বস্ত্র বিতরণ করেন। এ সময় সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইর্শাদ আলী, সাবেক কমান্ডার ওয়াছিব উল্লাহ, আমীর আলী, জোনাব আলী, সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।