বিশ্বনাথ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ১২:৫০ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের আগনশাসন গ্রামের মসজিদের পাশ থেকে আনুমানিক ৪৫বছর বয়েসি এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, লাশের শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিকে প্রায় সপ্তাহখানেক আগে হত্যা করে আগনশাসন গ্রামে ফেলে যাওয়া হয়েছে। লাশটি সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।