পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের ঈদজামাত
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ১২:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। এদিনে সৃষ্টিকর্তা তার বান্দাদের অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন। ঈদ মানে ব্যক্তিকেন্দ্রিকতাকে ঝেড়ে ফেলে, যান্ত্রিকতার শিকল ছিঁড়ে কিছুদিনের জন্য হলেও শেকড়ের টানে ফিরে যাওয়া।
সামাজিক মেলবন্ধনের অবারিত উৎসবে মেতে থাকার সময় এই ঈদ। পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত যেখানে বিভিন্ন দেশের মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত শুরু হয়।এতে প্রায় ৫ হাজার লোক এক সঙ্গে খোলা ময়দানে নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন লিসবনস্থ বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সায়েদ। এই জামাতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জামাত শেষে সারা মুসলিম বিশ্বের শান্তি ও সম্প্রীতি সম্মৃদ্ধির জন্য দোয়া করা হয়।