সিলেটবাসীকে ড. মোমেনের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ৮:১১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. একে আবদুল মোমেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মুসলিম উম্মাহর ধৈর্য্য ও সংযমের মাস। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ও সহযোগিতার হাত প্রসারিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলে পবিত্র ঈদ-উল-ফিতরে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিবেন।
ড. মোমেন সিলেটবাসীকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ঈদ-উল-ফিতরে দেশের সকলের মঙ্গলের জন্য দোয়া কামনা করেন।