সিলেটে ঈদের জামাত কখন, কোথায়…
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ৯:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: পবিত্র ঈদ-উল-ফিতর কড়া নাড়ছে দরজায়। এবার রমজান মাস যদি ২৯ দিনে হয়, তবে আগামীকাল বুধবারই দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। অন্যথায় পরশু বৃহস্পতিবার ঈদের আনন্দে মাতোয়ারা হবে গোটা দেশ।
এবার সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। ঠিক একই সময়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। অন্যদিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।