মৃত্যুভয়ে ভীত আমির খান লিখলেন ডেথ নোট!
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ৮:১৩ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: ভয় পাচ্ছেন আমির খান। প্রবল দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে তাকে। ‘দঙ্গল’-এর শুটিং চলছে। এর মধ্যেই তিনি ভীত হয়ে পড়েছেন। যদি তার কিছু হয়ে যায় তবে কী হবে? পরিচালক নীতেশ তিওয়ারিকে উদ্দেশ করে লিখে ফেলেছেন একটা ডেথ নোট। সেখানে লেখা আছে—
‘যদি আমার কিছু হয়ে যায়, সবকিছু যেন ঠিকঠাক চলে। অল্প বয়সের মহাবীরের জন্য তোমাকে অন্য কোনও অভিনেতাকে বেছে নিতে হবে আর তার পরেও তোমার ছবির কাজ যেমন চলছিল তেমনই চলবে।’ শোনা যাচ্ছে তিনি বেশ কয়েকজন অভিনেতার নামও প্রস্তাব করেছেন তার নোটে।
একটি গসিপ ম্যাগাজিন সূত্রের খবর, বরুণ ধাওয়ান, শাহিদ কাপূর, রণবীর সিং এবং রণবীর কাপূরের নাম অল্প বয়সের মহাবীরের চরিত্রের জন্য প্রস্তাব করেছেন। কিন্তু হঠাৎ আমিরের এই সব কথা মনে হলই বা কেন? শোনা যাচ্ছে, আমিরের নাকি এটা বহুদিনের অভ্যাস।
আমির খুব খুঁতখুঁতে, তাই সব কিছুর ব্যাক আপ প্ল্যান ভেবে নিয়ে কাজে এগোন। কোনও কারণে তার কিছু হয়ে গেলে ছবির কাজ যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেই নিয়ে তিনি উদ্বিগ্ন থাকেন। মুম্বইয়ের একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, তিনি নাকি প্রায় সব সিনেমার শুটিংয়ের ক্ষেত্রেই এমন একটি নোট লিখে রাখেন!