ঈদের আগেই মেয়র আরিফ ও জিকে গৌছ কে মুক্তির দাবী : সিলেট জেলা বিএনপি
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ৮:০৭ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছ কে পবিত্র ঈদুল ফিতরের আগে মুক্তির দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের ঈদের পুর্বেই মুক্তি দেয়ার দাবী জানান তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সহ সারাদেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। গোটা জাতি যখন পরিবার পরিজন নিয়ে একই সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় কারারুদ্ধ মেয়র আরিফুল হক চৌধুরী, জিকে গৌছ সহ হাজার হাজার নেতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে । মানবিক বিবেচনা করে হলেও কারারুদ্ধ মেয়র গন ও নিরীহ নেতাকর্মীদের ঈদের পুর্বেই নিঃশর্ত মুক্তি দিন। পরিবার পরিজন নিয়ে এক সাথে ঈদ করার সুযোগ দিন। অন্যথায় এই সরকারই শেষ সরকার নয়। অদুর ভবিষ্যতে এই জুলুমের জন্য অবৈধ সরকারকে কঠোর মুল্য দিতে হবে।