একই সিনেমায় মাধুরী-রানি-পরিণীতি!
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৭:০৮ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খান অভিনীত ‘পিকু’ ছবির বিরাট সাফল্যের পর আরেক তারকাবহুল সিনেমায় হাত দিতে যাচ্ছেন নির্মাতা সুজিত সরকার। জানা গেছে, একটি নারী কেন্দ্রিক সিনেমা বানাতে যাচ্ছেন তিনি, যেখানে নারীর তিন প্রজন্মকে দেখানো হবে। আর এই তিন নারী চরিত্রের জন্য নির্মাতার পছন্দের অভিনেত্রীরা হচ্ছেন মাধুরী দীক্ষিত, রানি মুখার্জী এবং পরিণীতি চোপড়া।
সিনেমাতে যদি তিনজন কাজ করতে রাজী হন তাহলে এই প্রথম একে অপরের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তিন বড় মাপের অভিনেত্রী। এছাড়াও সব ঠিক থাকলে সন্তান জন্ম দেবার পর এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হাতে নিতে যাচ্ছেন রানি।
তবে এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি। তিন অভিনেত্রীকে রাজি করাতে চেষ্টা করছেন নির্মাতা সুজিত সরকার। তিনজন রাজী হলেই একই ছবিতে অভিনয় করবেন মাধুরী-রানি-পরিণীতি।