মুক্তির আগে ‘সুলতান’ নিয়ে উন্মাদনা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৭:০০ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: আগামী ৬ জুলাই মুক্তি পাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।
‘সুলতান’ সিনেমার মুক্তি উপলক্ষে গতকাল থেকেই অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে। আর সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি সিনেমা হলের অগ্রীম টিকেটও শেষ হয়ে গেছে। শুধু প্রথম দিনের টিকেট নয় প্রথম উইকেন্ডের টিকিটও খুব দ্রুত শেষ হয়ে যায়। একদিনেরও কম সময়ে ৫০ শতাংশ টিকেট রেজিস্ট্রার করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রথম দিনের অগ্রীম টিকেট বিক্রির রেকর্ড গড়তে চলেছে ‘সুলতান’। দর্শকের মধ্যে সুলতান নিয়ে এতটাই উন্মাদনা যে, অগ্রীম টিকেট বিক্রির প্রথম ঘণ্টাতেই প্রায় এক লাখ টাকার টিকেট বিক্রি হয়ে যায়।
পরিবেশক এবং ট্রেড বিশ্লেষকরা মনে করছেন, ভারতে প্রথম দিনে খুব ভালো ব্যবসা করবে ‘সুলতান’। তাদের ধারণা দর্শকের মধ্যে যদি উন্মাদনা এমনভাবেই চলতে থাকে তাহলে প্রথম সপ্তাহের টিকেট অগ্রীম বিক্রি হয়ে যাবে।