অ্যাকশন লুকে সোনাক্ষী
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৬:৫৩ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অভিনীত ‘আকিরা’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে। এতে অ্যাকশন লুকে দেখা গেছে এই তারকাকে। সোনাক্ষী তার টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির ট্রেইলারের ১০ সেকেন্ড ব্যাপ্তির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেই ভিডিওতেও তাকে অ্যাকশন লুকে দেখা যায়।
গত ২১ জুন প্রকাশিত হয়েছিল ‘আকিরা’ সিনেমার প্রথম পোস্টার। এবার প্রকাশ পেল এল এ আর মুরুগাডোস পরিচালিত এই সিনেমার দ্বিতীয় পোস্টার। সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা, পরিচালক অনুরাগ কাশ্যপ প্রমুখ।
২০১১ সালে মুক্তি পায় তামিল সিনেমা ‘মৌনা গুরু’। এ সিনেমার রিমেক নির্মিত হচ্ছে ‘আকিরা’ নামে। ৪ জুলাই এই সিনেমার ট্রেইলার প্রকাশ হওয়ার কথা রয়েছে।