ওসমানীনগরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৬:১৮:০৮,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত নয়টার দিকে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এই গৃহবধু বাদী হয়ে একই ইউপির জিয়াফক গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে আয়না মিয়া (৪০) কে আসামী করে সোমবার দুপুরে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, রোববার রাত নয়টার দিকে আয়না মিয়া কাজের লোক খোঁজার জন্য খাশিপাড়া গ্রামের অরুণ দেবের বাড়ীতে যায়। আয়না অরুণ দেবকে ডাকাডাকি করলে অরুণ বাড়ীতে নেই বলে জানিয়ে তার স্ত্রী ঘরের দরজা খুলে বের হন। অরুণ দেবের অনুপস্থিতির সুযোগ নিয়ে আয়না এ সময় তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরে গ্রিহবধুর
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।