ওসমানীনগরে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৪:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত ও অসহায় গরীবদের সমাজের উচ্চ বিত্তদের নিকট থেকে দান পাওয়া তাদের প্রাপ্য অধিকার। অনেক কোটিপতি বিত্তবানদের দান করার সামর্থ থাকলেও সবাই দান করেনা। ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ সুবিধাবঞ্চিত পথ শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে তাদের মুখে যে হাসি ফুটিয়ে তুলেছেন সেটা মনে রাখার মতো কাজ। এ সংগঠনের মতো গরীব অসহায়দের প্রতি সবাই তাদের হাত প্রসারিত করলে সুবিধা বঞ্চিতদের অবস্থার পরিবর্তন ঘটবে।
সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগরে ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর পক্ষ থেকে শতাধিক সুবিধা বঞ্চিত পথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ফাউন্ডার ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে ও কো-ফাউন্ডার কৃষ দেব নাথ মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বালাগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া, কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন, সিতু সুত্র ধর, সহযোগী সদস্য কবির আহমদ, ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর সদস্য নিহার রঞ্জন চয়ন, মঈন উদ্দিন আহমদ মোহন, রিপন দেব, ফারজানা আক্তার সুমি, দিপা বেগম, তানিয়া বেগম, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আনহার মিয়া, সমাজসেবী বজলুর রশিদ প্রমুখ।