ওসমানী হাসপাতাল মর্গে পড়ে আছে ৩ লাশ, পরিচয় জানে না কেউ !
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৩:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে নারীসহ তিনজনের লাশ পড়ে আছে। তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত এসব ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ২৮ জুন কে বা কারা অজ্ঞাত এক যুবককে (৩৫) ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। পরে তার লাশ ওসমানী হাসপাতাল হিমাগারে রাখা হয়। এ ব্যাপারে মেডিকেল কর্তৃপক্ষ কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ১৮৯০, তারিখ ২৮.৬.১৬।
গত ৬ জুন একইভাবে কয়েকজন লোক অজ্ঞাতনামা অপর এক যুবককে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করে। ১ জুলাই ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া বেশ কয়েকদিন ধরে সত্তরোর্ধ এক বৃদ্ধা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় ভিক্ষা করতেন। গত ১ জুলাই ওই ভিক্ষুক নারী মারা যান। এরপর থেকে ওই নারীর লাশও হিমাগারে রাখা হয়।
অজ্ঞাত তিন ব্যক্তির কারো পরিচয় পাওয়া গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ সদস্য দেলোয়ারের সাথে ০১৭১১৫৮০১৮৬ মোবাইল নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।