সিলেট নগরীর মিরের ময়দান-রিকাবী বাজার সড়ক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ২:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ : সিলেট নগরীর মিরেরময়দান-রিকাবীবাজার সড়কের (ডাঃ চঞ্চল রোড) উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন।
এসময় অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, গুলশানে কিছু বিপথগামী তরুণের সন্ত্রাসী কর্মকান্ডে জাতি হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা লজ্জিত। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তাদের প্রতি খেয়াল রাখুন। তাদের সাথে দুরত্ব কমিয়ে আনুন। সন্তানরা যাতে বিপথগামী না হয় এ ব্যাপারে সচেতন হোন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় আশা করছি বিদেশী বিনিয়োগ প্রভাবিত হবে না। তবে এ বিষয়টি আরো কয়েকদিন পরে বুঝা যাবে। তিনি বলেন, বিদেশীরা বুঝতে পেরেছে জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তাই বিনিয়োগে সমস্যা হবে বলে মনে হয় না। তবে দুঃখজনক বিষয় হলো, এঘটনায় বিদেশীরা হয়তো আমাদের দেশে কম আসবে।