জুন মাসে ৩২ লাখ টাকার পণ্য আটক করেছে বিয়ানীবাজার বিজিবি
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৪০,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
বিয়ানীবাজার সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালন প্রতিরোধে গত জুন মাসে ৩৭টি অভিযান পরিচালনা করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার। এসব অভিযানে চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জুন-২০১৬ সালে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ও মাদক দ্রব্য আটক করতে মোট ৩৭টি অভিযান পরিচালনা করে বিজিবি ৫২। এর মধ্যে মাদক দ্রব্য আটক করতে ২৩টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৫ লাখ ৭৬ হাজার ৯১০ টাকার ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করা হয়। একই সময় চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র জোয়ানরা আরও ১৪টি অভিযান চালায়। এসব অভিযানে ২৬ লাখ ১৫ হাজার ৯১০ টাকার ভারতীয় শাড়ি, গরু, কাঠ, বাঁশসহ চোরাই পণ্য আটক করা হয়।
বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মালামাল মাদকদ্রব্য অধিদপ্তর, বন বিভাগ এবং কাষ্টমস কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তরের নায়েক জসিম উদ্দিন।