রমজান মাস মানুষকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়………লিলু মিয়া
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ৫:২৭ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি
রমজান মাস মানুষকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। হিংসা বিদ্বেষ ছেড়ে সকলকে জাতীগত ঐক্য গড়ে তুলতে সহায়তা দেয়। হাজী জবান উল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আদৌ পর্যন্ত শিক্ষার উন্নয়নে কাজ করে আসছেন। ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষাকে আরও বেগবান করতে সর্বাত্বক সহযোগীতা করবেন। বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী হাজী জবান উল্লাহ’র মত সমাজের বিত্ত্ববানরা এগিয়ে আসলে সমাজ আলোকিত হবে।
তিনি আরও বলেন- আমাদের প্রাণপ্রিয় নেতা নিখোঁজ এম.ইলিয়াস আলী দীর্ঘদিন যাবৎ সমাজ ও দেশের উন্নয়নে কাজ করেছেন। এই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে হলে নিখোঁজ এম.ইলিয়াস আলীসহ সকল গুম হওয়া নেতাকর্মীকে জনতার মাঝে ফিরে দিতে হবে। গতকাল রবিবার টেংরা জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এন্ড একাডেমী’র ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া এসব কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী হাজী আকরম আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আকবর আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সিতার মিয়া, সাব উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোবারক উল্লাহ আজাদী, যুবদল নেতা রানা মিয়া, ফখরুল ইসলাম হেলাল, সমাজসেবী লিয়াকত আলী।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মারুফ বিল্লাহ, আজম আলী, মঈন উদ্দিন, নূরুল হক, পিসি কমান্ডার আশিক আলী প্রমুখ।