ওসমানীনগর ও বালাগঞ্জের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ৩:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও বালাগঞ্জ ও ওসমানীনগরের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ওসমানীনগরের তাজপুর ডাক বাংলায় বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কনার সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুর পরিচালনা এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শওকত আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, আলীগ নেতা গোলাম কিবরিয়া চেয়ারম্যান, মস্তফা কামাল, মোজাহিদ আলী, কবিরুল ইসলাম কবির, আব্দুর রব, হিরণ খান, লুৎফুর রহমান, ফারুক আহমদ, শাহ ইসমাইল আলী, মামুনুর রশিদ খলকু, জায়েদুল আম্বিয়া কারজন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আরিজ আলী, উপজেলা স্বেচ্চা সেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুবলীগ নেতা মোহন মিয়া, শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ আলী, শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৮০জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।