পর্যটকদের নিরাপত্তা নিয়ে জাফলংয়ে মত বিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ৩:২৮ অপরাহ্ণ
গোয়াইনঘাট সংবাদদাতা: ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তাসহ বিভিন্ন রকম সেবা প্রদানের লক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে এবং পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের যৌথ সমন্বয়ে জাফলং পর্যটন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত শনিবার।
জাফলং পিকনিক সেন্টারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, ফায়ার সার্ভিস সিলেটের ষ্টেশন অফিসার শিমুল মোঃ রাফি, টুরিষ্ট পুলিশ সিলেট জোনের ইনচার্জ মোহাম্মদ আব্দুর নূর, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ লাল মিয়া, আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন বকুল, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সবাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মনসুর আলম, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সম্পাদক লোকমান হোসেন, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, খেয়াঘাট ইজারাদারের পক্ষে কুটি মিয়া, স্থানীয় ডুবুরি একরাম প্রমূখ।
সভায় বক্তারা জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন রকম সেবা প্রদানে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগত পর্যটকদের ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে সকলের আন্তরিক চেষ্টা অব্যহত থাকবে। আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন রকম সেবা প্রদানে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। পাশাপাশি পর্যটন কেন্দ্র ও তার আশ পাশে কোন প্রকার মাদক দ্রব্যবহন কিংবা বিক্রি, তিন তাস নামক জোয়া খেলা, ভেজাল প্রসাধনী বিক্রি বন্ধ করা, রেষ্টুরেন্টে খাদ্যের গুনগত মান বৃদ্ধি, সঠিক দাম রাখা, নৌ পরিবহনে সঠিক মূল্য রাখা ও পর্যটকদের যাতায়াত সুবিধার্থে রাস্তাঘাট সংস্কার ও যানজট নিরসনে সকলে ঐকবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।