বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মাঝে শফিক চৌধুরীর ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের ডাকবাংলা প্রাঙ্গনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। কোন কিছুর বিনিময়েই জাতির শ্রেস্ট সন্তানদের ঋন পরিশোধ করা যাবে না। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান প্রদান করা আমাদের সকলের উচিত। তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকলখ্যাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।
বিশ্বের সামনে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন। খালেদা-তারেকের হুকুম এসব কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান মুক্তিযোদ্ধা সন্তান আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা ছৈফুল্লা।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।