ইলিয়াস আলীকে গুম করে কোথায় রাখা হয়েছে, জনগণ তা জানতে চায়
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সিলেটের কোটি মানুষের প্রাণের নেতা ইলিয়াস আলীকে গুম করে কোথায় রাখা হয়েছে, জনগণ আজ তা জানতে চায়। সরকারকে জনগণের এ প্রশ্নের উত্তর দিতেই হবে। অবিলম্বে জনতার ইলিয়াস আলীকে, জনতার মাঝে ফিরিয়ে দেওয়া না হলে সিলেট থেকেই দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আর সেই আন্দোলনই হবে সরকার পতনের প্রধান হাতিয়ার। তিনি আরো বলেন, পুলিশের কাঁধে ভর করে দেশ পরিচালনা করছেন সরকার।
তিনি শনিবার সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খালেদ’র উদ্যোগে, উপজেলা ছাত্রদলের ব্যবস্থাপনায় আনিকা কমিউনিটি সেন্টারে ‘ইলিয়াস আলী ও আনসার আলীকে ফিরে পাওয়ার দাবীতে ইফতার-দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খালেদ’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলচেষ্টার বিএনপির আহবায়ক মিছবাহ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব হক চৌধুরী (ভিপি মাহবুব), যুগ্ম সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, যুগ্ম সম্পাদক আহমেদ নাজিম পান্না, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদল নেতা হেলাল আহমদ, খালেদ আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা রুবেল আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, নানু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শাহজাহান, আব্দুল বাছির, এমসি কলেজ ছাত্রদল নেতা আফজল মিয়া, নাঈম আহমদ, এসপি সেবু, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ, আলী আহমদ, একে রাজু, এম.এ রব, আক্তার আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা আবারক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ রাজ্জাক আলী, সদস্য সচিব কলমদর আলী, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিএনপি নেতা আরব খান, আব্দুল জলিল, উপজেলা যুবদল নেতা শাহজাহান মিয়া, সাদেক আলী, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলী, আমির আলী, উপজেলা ছাত্রদল সদস্য আলাল আহমদ, তারেক আহমদ খজির, রুহেল আহমদ কালু, জুনেদ আহমদ ঝুনু, সুজেল আহমদ, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, রুবেল আহমদ, বদরুল ইসলাম, জাকির হোসেন, সুমিন আহমদ, ফাহিম আহমদ, আহমদ আলী, বকুল আহমদ, আক্তার আলী, মিজানুর রহমান, আবদুস সামাদ, টিপু, কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ ঝুনু, ছমির খান, আলী আহমদ, জিয়াবুর রহমান, রাজু মিয়া, ইনু খান, কলিম উদ্দিন, শিব্বির মিয়া, সাজু আহমদ, রনি দাশ, আকরাম হোসেন প্রমুখ।