গুলশানে নিহতদের স্মরণে সুনামগঞ্জে শোক মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৬, ১০:২৬ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল ও প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
রোববার (০৩ জুলাই) দুপুরে শহরের আলফাত স্কয়ারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। শোক মিছিলে নেতাকর্মীরা বুকে কালোব্যাজ ধারণ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু প্রমুখ।
বক্তারা জঙ্গিদের মোকাবেলায় দলমত সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।