ধ্রুবতারা শিল্পী গোষ্ঠি’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: রমজানুল মোবারক উপলক্ষে ধ্রুবতারা শিল্পী গোষ্ঠি’র পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল ১জুলাই শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তন এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়।
এ সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও “ধ্রুবতারা” শিল্পী গোষ্ঠি’র সভাপতি জামাল আহমদ বলেন, রমজান মাস ত্যাগ ও আত্মসংযমের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অঙ্গনে বিভেদ বৈষম্য দূরীকরণে রমজান হচ্ছে অনুপম দৃষ্টান্ত।
সভাপতিত্বে এবং এ কে এম কামরুজ্জামান মাসুম’র পরিচালনায় বক্তব্য রাখেন, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও সিলেট বেতারের সঙ্গীত পরিচালক ওস্তাদ মধু খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, প্রখ্যাত বাউল শিল্পী বিরহী কালামিয়া, চাঁদের হাট সিলেট জেলা আহবায়ক মো আঙ্গুর মিয়া, চাঁদের হাট সিলেট মহানগর আহবায়ক এম এম শরীফুল আলম তুহিন, বাউল বাবুল সরকার, ফকির মাহবুব মোর্শেদ, গীতিকার শ্যামল কান্তি সোম, সৈয়দ সামছুল হক নুপুর, সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ, সৈয়দ মোত্তাকিম আলী, এম এইচ নিজাম, কুনু চক্রবর্তী, হাছন সিরাজী, সমছু মিয়া, কামাল মিয়া প্রমুখ।