ওসমানীনগরে ঝুলন্ত লাশ উদ্ধার; পুলিশের দাবি আত্মহত্যা, স্থানীয়রা বলছে হত্যা
প্রকাশিত হয়েছে : ৯:২৫:১১,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদক:ওসমানীনগরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জালাল মিয়া (১৮)। সে উপজেলার সাদিপুর ইউপির হলিমপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র।
শনিবার সকালে একই গ্রামের আবুল কালাম খানের বাড়ির পুকুর পাড়ে একটি গাছের সাথে জালাল মিয়ার স্বজনরা তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানা পুলিশ প্রাথমিক অবস্থায় এটাকে অপমৃত্যু বলে ধারণা করলেও স্থানীয়দের দাবি পারিবারিক শত্রুতার জের ধরে হয়তো জালালকে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ওসমানীনগর থানার এস আই ও লাশ উদ্ধারকারী কর্মকর্তা মহিবুর রহমান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার আলামত পাওয়ায় প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।