কঙ্গনার চুলের দাম লাখ রুপি
প্রকাশিত হয়েছে : ১০:০০:৩২,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬
সুরমা ডেস্ক: অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে কঙ্গনা রাণৌতের বিবাদের কারণে অনেকেই ভেবেছিলেন, এবার ক্যারিয়ারে কিছুটা ভাটা পড়বে কুইন খ্যাত এ অভিনেত্রীর।কিন্তু উল্টো বেশ কয়েকটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন পণ্যের দূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। শুধু তাই নয় এ পণ্যের প্রচারণার উদ্দেশ্যে এ অভিনেত্রীর পেছনে মোটা অঙ্কের অর্থও ব্যয় করেছন পণ্য প্রতিষ্ঠানগুলো।
এ অভিনেত্রীর ঘনিষ্ঠ একজন সূত্র জানিয়েছেন, কঙ্গনা একটি জনপ্রিয় হেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। আর বিজ্ঞাপনে এ অভিনেত্রীর জন্য ১ লাখ রুপি মূল্যের পরচুলা ব্যবহার করা হয়েছে। এটি আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এ অভিনেত্রীর চুলকে আরো সুন্দরভাবে দেখানোর জন্য একজন বিখ্যাত পশ্চিমা হেয়ার স্টাইলিশের কাছ থেকে অর্ডার দিয়ে পরচুলাটি নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি বিশাল ভরদ্বাজ পরিচালিত রেঙ্গুন সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এ সিনেমায় কঙ্গনার পাশাপাশি দেখা যাবে, সাইফ আলী খান এবং শহিদ কাপুরকে। বর্তমানে কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত তিনি যার মধ্যে একটি রাণী লক্ষ্মী বাঈয়ের জীবনী নিয়ে সিনেমাটিও রয়েছে।