সিলেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:২৩,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬
সুরমা ডেস্ক: রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর সিলেটের হোটেল-মোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) রাত ১১টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থাপনা ঘিরে রেখেছে। সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানায়।
ঢাকায় হামলার পর মহানগর পুলিশের সবক’টি ইউনিটকে নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, নগরীর হোটেল-মোটেল ছাড়াও কারাগার, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকসহ সবক’টি স্থাপনা কঠোর নজরদারিতে আনা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ প্রস্তত। এ সন্ত্রাসী হামলার পর পুলিশের ঈদের ছুটিও সীমিত করা হয়েছে।
রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। শুক্রবার (০১ জুলাই) রাত ৮টা থেকে গুলি বিনিময়ের ঘটনা শুরু হয়। এতে এ পর্যন্ত মারা গেছেন বনানী থানার ওসি সালাহ উদ্দীন ও ডিবির সহকারী কমিশনার রবিউলসহ প্রায় ২২জন।