গুলশানের অভিযানে সিলেট ক্যান্টনমেন্টের কমান্ডোরা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: রাজধানীর গুলশানে কূটনীতিক এলাকায় অস্ত্রধারীদের নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। আর এ হামলা ঠেকাতে এবং বিদেশী নাগরিকসহ জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে নেতৃত্ব দেন সিলেট ক্যান্টনমেন্টের (এসআইএন-টি) সেনাবাহিনীর কমান্ডোরা। রাত ১২ টায় সিলেট থেকে দুটি সামরিক বিমানে করে ঢাকায় পৌঁছেন এবং কমান্ডো অভিযানে নেতৃত্ব দেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আটজন অস্ত্রধারী গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁতে ঢুকে পড়ে। রাত দেড়টার দিকেও জিম্মিদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে নৌবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত কমান্ডো দল রেস্তোরাঁটিতে অভিযানের প্রস্তুতি নেয়। সর্বশেষ খবর হিসেবে ১৪ জন উদ্ধার, ৫ জঙ্গি গ্রেপ্তার পাওয়া যায়।
এ হামলায় অন্তত দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইতালির দুজন নাগরিক ও জাপানি একজন নাগরিকের গাড়িচালক নিহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। দেশে কোনো রেস্তোরাঁতে ঢুকে লোকজনকে জিম্মি করার মতো এমন ভয়াবহ ঘটনা আর ঘটেনি। আহতদের রাজধানীরত সিএমএইচে ভর্তি করা হয়েছে।