সরকারকে মিনতি করে ইলিয়াসকে ফিরে পাওয়া যাবেনা —দিলদার হোসেন সেলিম
প্রকাশিত হয়েছে : ৮:২২:৩২,অপরাহ্ন ০১ জুলাই ২০১৬
বিশ্বনাথ প্রতিনিধি::
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেছেন- এ সরকারের কাছে কাকুতি-মিনতি করে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যাবেনা। ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে দূর্বার আন্দোলনের বিকল্প নেই। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশে রাজনীতির পেক্ষাপটে ইলিয়াস আলী স্বর্ণযুগ সৃষ্টি করে ছিলেন। বিএনপির রাজনীতির পেক্ষাপটে ইলিয়াস আলী সিলেট বিভাগকে সুসংগঠিত করেছিলেন। ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট সরকার বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ ছিল। ঐক্যবদ্ধ বিএনপি ইলিয়াস আলীকে ফিরে আনতে পারে, ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে। দলের কোন্দল নিরসন করে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন বেগবান করতে হবে। তিনি শুক্রবার বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হাই’র যৌথ ধারা বর্ণনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটুয়ারী রিপন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিএনপি নেতা ডা. সারোয়ার হোসেন চেরাগ, তাহিদ মিয়া চেয়ারম্যান, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা নুরুল হক, খেলাফত মজলিস নেতা কাজী আবদুল ওয়াদুদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, বিএনপি নেতা সিরাজ খান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, সেচ্ছাসেবকদল নেতা আরিফ আহমদ, শ্রমিকদল নেতা আনসার আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, শাহজাহান, ইমরান আহমদ সুমন, আবদুল বাছির, কলেজ ছাত্রদল নেতা ছমির খান, আবদুর রব, রাসেল আহমদ, আখতার আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল আহমদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফিজ আরব খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, প্রচার সম্পাদক ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম, বিএনপি নেতা আবদুল মান্নান মেম্বার, আবদুল গফ্ফার উমরা মিয়া, ছোট মিয়া মেম্বার, আবদুল কুদ্দুছ, আবদুল জলিল, আবারক আলী চেয়ারম্যান, আরশ আলী রেজা, হেকিম উদ্দিন মাস্টার, আবদুল আজিজ, ইউনুছ আলী মেম্বার, মাছুম আহমদ মেম্বার, নজরুল ইসলাম হান্দু মিয়া, নুরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিস সভাপতি আবদুল মতিন, জমিয়ত নেতা মুফতি সায়েদ আহমদ, উপজেলা মহিলাদলের আহবায়ক নুরুন্নাহার ইয়াছমিন, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, আজাদ খান, রাজু আহমদ, আকবর আলী, সেবুল আহমদ, আবদুর রহিম সিকদার, ফয়জুল হক, এটি নূর উদ্দিন, আবদুস শহিদ মেম্বার, শফিক মেম্বার, চেরাগ আলী মেম্বার, শামিম আহমদ, তছির আলী মেম্বার, আবুল খয়ের, সজ্জাদ আলী, আবদুল ওদুদ মেম্বার, রাজু মেম্বার, আজাদ মেম্বার, আখলিছ আলী, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনির মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, গোবিন্দমালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, ছালেক আহমদ, ময়নুল ইসলাম, ছাদেক আলী, রানা মিয়া, আবদুল কাদির, মাসুদ আহমদ সুমন, আইন উদ্দিন, দুলাল আহমদ, গিয়াস উদ্দিন, নূর আলী, নাজিম উদ্দিন, সেচ্ছাসেবকদল নেতা ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা লিটন সিকদার, শিব্বির আহমদ, শামছুদ্দিন, রুহেল আহমদ কালু, মোহাম্মদ আলী, সাঈদ আহমদ, রুবেল আহমদ, হোসাইন আহমদ প্রবেল, রুমেল আহমদ, আবদুল কাদির, এমসি কলেজ ছাত্রদল নেতা আবদুল লতিফ নাঈম, এসপি সেবু, রবিউল, এনাম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনু, আক্তার আহমদ, একে রাজু, মনোয়ার হোসেন, জয় দেবনাথ, হোসেন আহমদ, কলিম উদ্দিন, শিব্বির মিয়া, খোকন আহমদ, আরশ আলী, সজিবুল ইসলাম, ইব্রাহিম খলিল, শাহিন আহমদ, রাহিম আহমদ, ইউসুফ আলী, জুয়েল, রাজন, জুবেল, ফরহাদ, ছালিক মিয়া, আতিক মিয়া, রাসেল মাহমুদ, নজরুল মিয়া, জুবায়ের, তালুকদার সাকিব, খালেদ প্রমুখ।
এদিকে দোয়া ও ইফতার মাহফিল শেষে সিলেট জেলা বিএনপির সদস্য, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম.ইলিয়াস আলীর বাড়িতে যান। এসময় তারা ইলিয়াস আলীর মাতা সূর্যবান বিবির সাথে দেখা করেন এবং সার্বিক খোজ খবর নেন।