দিরাইয়ে উপজেলা যুবদলের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪:২৩:৩৬,অপরাহ্ন ০১ জুলাই ২০১৬
দিরাই সংবাদদাতা: দিরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার দিরাই থানা রোডস্থ একটি হোটেলে উপজেলা যুবদলের আহব্বায়ক হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহব্বাযক লিপন হাসান চৌধুরীর পরিচালনায় ইফতার পূর্ববর্তী সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী আহমদ মিয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন- সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, দেওয়াান আরাফাত চৌধুরী জাকি, জাতীয়তাবাদী সাংষ্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রদল নেতা আতিকুর রহমান শিহাব, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মামুনুর রশীদ কয়েস, জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক তোফাজ্জল হোসন, দিরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মহি উদ্দিন মিলাদ, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ফাহিম চৌধুরী, রাহুল মিয়া, আজগর মিয়া প্রমুখ।