ফেঞ্চুগঞ্জে দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৬, ৩:২৭ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ৬১ জন ছেলে মেয়েদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সিলেট ইয়ূথ এসোসিয়েশন অব বাংলাদেশ (ইয়াব) এর উদ্যোগে ১ জুলাই শুক্রবার বিকালে ফেঞ্চুগঞ্জ যুব-সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত ঈদের পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
ফেঞ্চুগঞ্জ যুবসংঘের সভাপতি রাজু আহমদ রাজার সভাপতিত্বে এবং সমাজকর্মী সৈয়দ তায়েফুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী মনোয়ারা খানম, শিক্ষানুরাগী খন্দকার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন ইয়ূথ এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট শাখার সভাপতি মারুফ আহমদ সাধারন সম্পাদক মারজানা সিদ্দিকী মৌরি, সাংগঠনিক সম্পাদক মুয়াইমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শাম্মী খানম শিরিন,সদস্য শাহরিয়ার নাফি,ফেঞ্চুগঞ্জ যুবসংঘের অর্থ সম্পাদক সৈয়দশামসুল আলম বাচ্চু, ক্রীড়া সংগঠক এনায়েত হোসেন রুহেল, এমজে আহমেদ জাবেদ, প্রবাসী কমিউনিটি নেতা শাহজাহান শাহ, মঞ্জুর আহমদ,সমাজকর্মী নজমুল খান, এম,ডি দিলাল আহমদ,দিনার আহমদ শাহ। প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউ,এন,ও হুরে জান্নাত বলেন, দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ একটি মহৎ কাজ। ঈদের আনন্দটা গরিব শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আনন্দটাই অন্যরকম । ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।