ট্রাফিক-সার্জেন্টদের সম্মানার্থে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৬, ২:৫২ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: ট্রাফিক-সার্জেন্টদের সম্মানার্থে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে শুক্রবার ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক সাবেক মেয়র প্রাথী ছালাহ উদ্দিন রিমন, যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ, সদস্য সচিব শিহাব খান, ওয়াদুস সামাদ পাপ্পু, সাহেদ সিরাজ, এডভোকেট আব্দুলাহ আল হেলাল, আনোয়ার জাহিদ সুমন, আব্দুল আজিজ, শাহিন খান, মিটু কাপালী, মনির মুদি, সোহাগ আহমদ, তানভীর আহমদ সুহিন, সার্জেন্ট ফারুক আল মামুন, নাহিদুল করিব, ট্রাফিক জহির, সফিকুল ইসলাম, সৌরভ প্রমুখ।