তাহিরপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মজিবুর জামালগঞ্জ থেকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৬, ২:৩৮ অপরাহ্ণ
তাহিরপুর সংবাদদাতা: তাহিরপুরের একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী মোবারক হোসেন আকাশকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মজিবুর ওরফে দা মজিবুরকে বৃহস্পতিবার (৩০ জুন) ভোররাতে তাহিরপুর থানা পুলিশ উপজেলা লালপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া (টেকেরগাঁও) গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- গত ২৫ জুন শনিবার রাতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনর ছোট ভাই বালু-পাথর ব্যবসায়ী মোবারক হোসেন আকাশকে পূর্ব শত্রুতার জের ধরে মজিবুর ও তার সহযোগীরা নদী তীর থেকে বাড়ি ফেরার পথে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আকাশকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আকাশের বড় ভাই মোশাহিদ বাদি হয়ে পরদিন মজিবুরসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে গা ঢাকা দেয় মুজিবুর গত কয়েকদিন টানা পুলিশী অভিযান অব্যাহত ছিল কিন্তু কিছুতেই মজিবুরের নাগাল পাচ্ছিলনা পুলিশ, পলাতক থেকেও মজিবুর মামলার বাদি ও তার আত্মীয়-স্বজনকে হুমকি দিচ্ছিল নিয়মিত।
অবশেষে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের বিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আই.ও) তাহিরপুর থানার ইন্সপেক্টর তদন্ত মো. হানিফের নেতৃত্বে ও এসআই মো. আমির উদ্দিন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন, কনেস্টেবল কবির হোসেন, আলমঙ্গীর কবির, সমীরণের সহযোগিতায় পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে মজিবুরকে গ্রেপ্তার করে শুক্রবার (১ জুলাই) সকালে থানায় নিয়ে আসেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ মজিবুরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেছেন- তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক তাহিরপুর থানার ইসলামপুর গ্রাম থেকে ঘটনায় ব্যাবহৃত ধারালো দা উদ্ধার করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।