রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালস’র প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন রাহাত তরফদার
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৬, ২:১২ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের ২০১৬-২০১৭ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নগরীর এক অভিজাত রেস্তোরার কনফারেন্স হলে এক আনন্দঘন পরিবেশে ২০১৬-২০১৭ সালের জন্য রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান রাহাত তরফদার। গলায় রোটারী কলার পড়িয়ে রাহাত তরফদারকে সভাপতির দায়িত্ব অর্পণ করেন রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের সদ্য সাবেক প্রেসিন্ডেন্ট আইপিপি সেহজিল আহমদ শাহান। পরে কেক কেটে ক্লাবের সদস্যগণ বরণ করে নেন নতুন প্রেসিডেন্ট রাহাত তফরদারকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ডিস্ট্রিক্ট গভর্নর শাহীদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর একেএম শামসুল হক, পিডিজি ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, পিপি সৈয়দ আশরাফ আহমেদ, সিলেট রয়্যালসের সিপি এএসএম কামরুজ্জামান চৌধুরী রুম্মান এসিস্টেন্ট গভর্নর, পিপি এম মুহিবুর রহমান ঈমন ডিস্ট্রিক্ট কমিটি চেয়্যারম্যান, আইপিপি সেহজিল আহমদ শাহান সহ বোর্ড অফ ডাইরেক্টরসবৃন্দ।