টুকেরবাজারে মৃত গরু জবাইকালে ব্যবসায়ীকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: সিলেটের টুকেরবাজার থেকে ‘মৃত গরুসহ’ এক মাংস ব্যবসায়ী ও কর্মচারীকে গণধোলাই দিয়েছে জনতা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গণধোলাই খাওয়া দু’জন হচ্ছেন- ইসমাইল আলী ও চমক আলী। ইসমাইল টুকেরবাজারের সানি মিট হাউসের মালিক শুক্কুর আলীর ব্যবসায়ীক পার্টনার। তিনি নগরীর জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অন্যদিকে চমক আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের পিত্তমাছর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইসমাইল আলী ও চমক আলীকে একটি লেগুনায় করে তিনটি গরু নিয়ে আসতে দেখেন কয়েকজন এলাকাবাসী। এর মধ্যে একটি গরু ‘মৃত’ ছিল। ইসমাইল এবং চমক আলীকে এই ‘মৃত গরুটি জবাই করতে দেখে’ টুকেরবাজারের লোকজন এগিয়ে আসেন। এসময় চমক আলী জানায়, জলালপুরের ধরনবাজার থেকে তারা গরু তিনটি নিয়ে এসেছে।
একপর্যায়ে উত্তেজিত জনতা ওই দু’জনকে গণধোলাই দিয়ে জালালাবাদ থানায় খবর দেয়। পরে থানার সাব-ইন্সপেক্টার লুকমান হোসেন এসে দু’জনকে আটক করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইসমাইল আলী ও চমক আলীকে একটি লেগুনায় করে তিনটি গরু নিয়ে আসতে দেখেন কয়েকজন এলাকাবাসী। এর মধ্যে একটি গরু ‘মৃত’ ছিল। ইসমাইল এবং চমক আলীকে এই ‘মৃত গরুটি জবাই করতে দেখে’ টুকেরবাজারের লোকজন এগিয়ে আসেন। এসময় চমক আলী জানায়, জলালপুরের ধরনবাজার থেকে তারা গরু তিনটি নিয়ে এসেছে।
একপর্যায়ে উত্তেজিত জনতা ওই দু’জনকে গণধোলাই দিয়ে জালালাবাদ থানায় খবর দেয়। পরে থানার সাব-ইন্সপেক্টার লুকমান হোসেন এসে দু’জনকে আটক করে থানায় নিয়ে যান।