নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের বাসায় খালেদা ও তারেকের উপহার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৬, ৪:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ ইফতেখার আহমদ দিনারের বাসায় ঈদসামগ্রী উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান।
সোমবার রাতে দিনারের উপশহরস্থ বাসায় তার মায়ের হাতে খালেদা জিয়ার দেওয়া উপহার এসে পৌছায়।
নিখোঁজ দিনারের বোন তামান্না উপহার পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ উপহার গুলো পেয়ে তারা খুব খুশী। ভাই নিখোঁজ থাকার পরেও যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাদের মনে রেখেছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামান্না। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জায়নামাজ, তসবি, খেজুর, সেমাই, দুধ ইত্যাদি।
দলীয় সুত্রে জানা যায়, বিগত আন্দলনে গুম, খুন ও পঙ্গু হওয়া নেতাকর্মীদের পরিবারে এসব ঈদসামগ্রী পাঠিয়েছেন বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান।