ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৬, ৩:৫৫ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ৩টি ফলের ও একটি কনফেকশনারী দোকানে অভিযানে চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ৪টি মামলার মাধ্যমে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, এস আই রমা প্রসাদ, তপন কুমার।