ওসমানীনগরে ইভটিজিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৬, ১:৪৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে ইভটিজিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১১টায় ওসমানীনগর থানা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটেকটিং এন্ড ইনফরসমেন্ট ওমেন্স রাইটস প্রকল্পের আওতায় এবং জাতিসংঘের সহযোগিতায় ওসমানীনগর থানা পুলিশ কর্মশালার আয়োজন করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও এসআই রমা প্রসাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম, প্রভাষক দিলীপ কুমার চক্রবর্তী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী হেবী বেগম, তাজপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী তুরন মিয়া প্রমুখ। কর্মশালায় তাজপুর ও গোয়ালাবাজার মহিলা কলেজের অর্ধশত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ইভটিজিং এর প্রতিবাদ ও ইভটিজারকে সনাক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দসহ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।