সদর দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৬, ২:৫৭ অপরাহ্ণ
সুরমা ডেস্ক : সদর দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গণগ্রেফতার, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি এবং অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতিবাদ সভা নগরীর দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তিনি বলেন- সরকার সাঁড়াসি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন- হামলা-মামলা ও নির্যাতন করে বিএনপি’র শক্তিকে দমন করা যাবে না। জাতীয়তাবাদীর আদর্শের বিশ্বাসী নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।
সিলেট মহানগর বিএনপির নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে এবং যুবদল নেতা সোনহার আলী সোহেল ও শামছুল ইসলাম টিটুর যৌথ পরিচালনায় প্রতিবদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আব্দুস শহীদ, অ্যাডভোকেট খালেদ জুবায়ের, জেলা যুবদলেরসহ কৃষি সম্পাদক কামরুল ইসলাম নেছার, বিএনপি নেতা আব্দুল মালিক উমর, আব্দুল কাদির ফটিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা শামীম সিদ্দিকী, সাহেদ খান স্বপন, নুরুল ইসলাম রুহেল, রাসেল আহমদ, জুয়েল আহমদ, দেলওয়ার হোসেন রানা, দেলওয়ার হোসেন চৌধুরী, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কাওছার আহমদ নামর, মোনায়েম খান মুন্না, ইরন মিয়া, আশিক মিয়া, যুবদল নেতা রাসেল আহমদ, এ.এম শামীম, জুমেল আহমদ, ছাত্রদল নেতা মনিরুজ্জামান মিজান, জুবের আহমদ, এস.এম ফখরুল, আব্দুর হামিদ চৌধুরীসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।