ওসমানীনগরে ভোটে জিতেই দেশ ছাড়লেন দুই চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৬, ৭:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যের নাগরিক। বছরের বেশিরভাগ সময়ই তাঁরা প্রবাসে থাকেন। এবার দেশে এসেছিলেন নির্বাচনের জন্য। নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিজয়ীও হয়েছেন। বিজয়ী হওয়ার পরপরই আবার দেশ ছেড়ে চলে গেছেন।
গত ২৮ মে সিলেটের ওসমানী নগর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে দুটিতে বিজয়ী হন প্রবাসী প্রার্থী। নির্বাচনের পরপর দুজনই দেশ ছেড়ে চলে গেছেন।
একজন হলেন উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমজি রসুল খালেক আহমদ লটই ও অপরজন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া । পারিবারিক সূত্রে তাদের দেশ ত্যাগের খবর জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার লোকজনকে কিছু না বলেই চেয়ারম্যানরা দেশ ছেড়ে চলে যান।
জানা যায়, প্রবাসীবহুল এলাকা সিলেটের নির্বাচন এলে বেড়ে যায় প্রবাসীদের আনাগোনাও। স্থানীয় নির্বাচনগুলো অনেক প্রবাসীই প্রার্থী হন। পারিবারিক ঐতিহ্য, ব্যক্তি ইমেজ আর অর্থের জোরে তাদের অনেকে বিজয়ীও হন। তবে, নির্বাচিত হওয়ার পর এসব জনপ্রতিনিধিরা বেশিরভাগ সময়ই পুরো পরিবার নিয়ে দেশের বাইরে থাকেন। এনিয়েও ভোটারদের মধ্যেও ক্ষোভ রয়েছে।