নগরীর কাজিটুলায় শেয়ার ব্যবসায়ীর বাসা লুট
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৬, ৫:০৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট নগরীর কাজিটুলা এলাকায় এক শেয়ার ব্যবসায়ীর বাসা লুট হয়েছে। রবিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টার মধ্যে চোর চক্রের সদস্যরা ঘরের জানালার গ্রীল ভেঙ্গে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট নেয়। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর কাজিটুলা কাহের মিয়ার গলির সৈয়দ মঞ্জিলে।
সৈয়দ মঞ্জিলের মালিক ব্যবসায়ী সাজ্জাদ মুকিত চৌধুরী সুমন সুরমা নিউজকে জানান- রবিবার রাতে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঈদের কেনাকাটা করতে শপিং সেন্টারে যান। এ সময় চোর চক্রের সদস্যরা তার ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ, দামি দু’টি মোবাইল ফোন, একটি মিনি ল্যাপটপ, একটি ডেবিট কার্ড, কয়েকটি জাতীয় পরিচয় পত্র, নগদ ১ লাখ ৩২ হাজার টাকাসহ দামি মালামাল লুট করে। শপিং থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।