নগরীর কাজিটুলায় শেয়ার ব্যবসায়ীর বাসা লুট
প্রকাশিত হয়েছে : ৫:১০:৪১,অপরাহ্ন ২০ জুন ২০১৬
সুরমা নিউজঃ সিলেট নগরীর কাজিটুলা এলাকায় এক শেয়ার ব্যবসায়ীর বাসা লুট হয়েছে। রবিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টার মধ্যে চোর চক্রের সদস্যরা ঘরের জানালার গ্রীল ভেঙ্গে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট নেয়। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর কাজিটুলা কাহের মিয়ার গলির সৈয়দ মঞ্জিলে।
সৈয়দ মঞ্জিলের মালিক ব্যবসায়ী সাজ্জাদ মুকিত চৌধুরী সুমন সুরমা নিউজকে জানান- রবিবার রাতে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঈদের কেনাকাটা করতে শপিং সেন্টারে যান। এ সময় চোর চক্রের সদস্যরা তার ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ, দামি দু’টি মোবাইল ফোন, একটি মিনি ল্যাপটপ, একটি ডেবিট কার্ড, কয়েকটি জাতীয় পরিচয় পত্র, নগদ ১ লাখ ৩২ হাজার টাকাসহ দামি মালামাল লুট করে। শপিং থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।