স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলো পানসী রেস্টুরেন্ট!
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৬, ৬:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের পানসী রেস্টুরেন্ট। খাবারের স্বাদ আর সিলেটী আতিথেয়তায় মুগ্ধ হন দেশ-বিদেশ থেকে আগত পর্যটক অতিথিগণ। জনপ্রিয় এই রেস্টুরেন্ট একে একে শাখা বিস্তৃত করছিল। কিন্তু, ঢাকা মহাসড়কের মাধবপুরস্থ শাখার খাবারের নিম্ন মান ও সার্ভিস, চড়া দাম সমালোচনায় ফেলেছে তাদের। অবশেষে সেই শাখাটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পানসী রেস্টুরেন্ট এর চেয়ারম্যান আবু বকরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- “মাধবপুরস্থ নূরজাহান কমপ্লেক্সে অবস্থিত পানসী রেস্টুরেন্ট অংশীদারগণের সর্বসম্মত সিদ্ধান্তে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। পানসী রেস্টুরেন্ট এর সুনাম ও লোগো এর সত্ত্বাধিকারিগণ রেস্টুরেন্টটি বন্ধ করতে বাধ্য হওয়ায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছেন।
তবে পানসী রেস্টুরেন্ট শ্রীমঙ্গল, পানসী রেস্টুরেন্ট মৌলভীবাজার এবং পানসী রেস্টুরেন্ট রাজা নিবাস জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট শাখা যথারীতি পরিচালিত হচ্ছে।” ১৮ জুন তারা এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
খাবারের মান নিয়ে অনেকে অভিযোগ করেন হবিগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন মহলে। এরপর নিজেদের সুনাম ক্ষুন্ন হতে থাকায় শাখাটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।