সিলেটে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটলো আজ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৬, ৪:৫৪ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ
আজ রোববার ঘটে গেল সিলেটে এক ন্যাক্কারজনক এক ঘটনা । দুবৃত্তরা গৃহস্তের গোয়াল ঘরে আগুন দিলে ৮টি গরু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় জালালপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ন্যাক্কারজনক ঘটনা এ অঞ্চলে নিকট অতীতে ঘটেছে বলে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত জালাল মিয়া বলেন, মানুষরূপী পশুদের লাগানো আগুনে আমার বোবা গরুগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা সোলেমান আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
গরুগুলোর মালিক জালাল মিয়া অপরাধীদের শাস্তি দাবি করে বলেন, এই বোবা পশুগুলোকে যারা পুড়িয়ে মারলো, তাদের মতো নরপশুদের কঠোর শাস্তি প্রদান করার দাবি জানাচ্ছি।
জালালপুর ই্উপি চেয়ারম্যান মাওলানা সোলেমান আহমদ জানান, জয়নাল আহমদের বাড়ির গোয়ালঘরে দুষ্কৃতিকারিরা আগুন দিয়ে ৮টি গরু পুড়িয়ে দিয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।