বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত: ১৪ দল
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৬, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ সিলেটে বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের বিভিন্নস্থানে বিএনপি-জামায়াতের নেতৃত্বে সংঘটিত হচ্ছে গুপ্তহত্যা। বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, দেশের সর্বস্তরের জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি রবিবার বিকাল ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা জাসদের (একাংশ) সভাপতি কলন্দর আলী, মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দর আলী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, প্রদীপ ভট্টাচার্য্য, ভবতোষ রানা প্রমুখ।