ঝুঁকিরমুখে সিলেট – ফেঞ্চুগঞ্জ -মৌলভীবাজার সড়ক
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:৫২,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের সাথে সিলেটের যোগাযোগের প্রধান মহাসড়কের শেরপুর সেতু সংস্কারের জন্য এ সড়কে বন্ধ থাকায় বিকল্প সড়ক হিসাবে ব্যবহৃত সিলেট – ফেঞ্চুগঞ্জ -মৌলভীবাজার সড়ক দিয়ে যান চলাচল করছে। এদিকে বিকল্প এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত ভারী যানবাহন চলাচল করায় উক্ত সড়কের অবস্থাও বেহাল প্রায়।
সিলেট-ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরস্থ সেতুটির সংস্কার করতে গত ৯ জুন থেকে ২২শে জুন পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেয় সড়ক ও জনপথ বিভাগ। বিকল্প সড়ক হিসাবে সিলেট – ফেঞ্চুগঞ্জ -মৌলভীবাজার সড়ক যানবাহন চলাচলের নির্দেশনা প্রদানের পর থেকে এ সড়ক দিয়ে দিন রাতে শতশত মাল বোঝাই ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ভারী মাল বোঝাই যানবাহন চলাচল করায় সড়কের বিভিন্ন অংশ ধেবে গেছে। সদ্য সংস্কার করা সড়কটির দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ রাজনগর এলাকার বিভিন্ন অংশে বড় বড় আকারের ফাটল দেখা দিয়েছে।
সরেজমিনে সিলেট – ফেঞ্চুগঞ্জ -মৌলভীবাজার সড়ক ঘুরে দেখা যায়, সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতুর উত্তর দিকের সেতুর সংযোগ সড়কের একটি বিরাট অংশের মাটি ধসে পড়ায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহনগুলো সেতু দিয়ে পারাপার হচ্ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফেঞ্চুগঞ্জের কটালপুর সেনের বাজারস্থ রত্না নদীর ওপর অবস্থিত সেতুটি। ১৫ জুন রাতে নদীর ওপর অবস্থিত সেতুটির দু’দিকের রেলিংয়ের একটা অংশ যানবাহনের পিছনের অংশের ধাক্কায় ভেঙ্গে গেছে।
সিলেট – ফেঞ্চুগঞ্জ -মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর পশ্চিম মল্লিকপুর, ফেঞ্চুগঞ্জ সেতুর টোলপ্লাজার সম্মুখের অংশ, নয়াবাজার, পালবাড়ি, রাজনগরের আখড়াঘাট, ছোয়াব আলী বাজার, গয়াসপুর, খলাগাঁও, মুন্সীবাজার, মশুরিয়া, রাজনগর কলেজ রোডে সড়কের বিভিন্ন অংশ ধেবে গেছে।
সড়কের বিভিন্ন অংশে ছোট বড় অনেক ফাটল দেখা দিয়েছে। সিএনজি চালক বুধন মিয়া বলেন, এ সড়ক দিয়ে হালকা যানবাহন চলাচল করতো। এখন অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী রাসেল আহমদ শাহ বলেন, সম্প্রতি এই সড়কটি সংস্কার করা হয়। ভারী যানবাবাহন চলাচল করায় সড়কটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার করার প্রয়োজন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ বলেন, বিষয়টির ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী অবগত আছেন। ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হচ্ছে।