ওসমানীনগরে প্রতিবন্ধীর বাড়ি দখলের ঘটনায় গ্রেফতার ৩: কথিত সাংবাদিকের সাইকেল জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৭:০৩ অপরাহ্ণ
সুরমা ডেক্সঃ ওসমানীনগরে এক প্রতিবন্ধীর বাড়ি হামলা চালিয়ে দখল, মহিলাদের শ্লীলতাহানী, লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। সব হারানো প্রতিবন্ধী পরিবার আশ্রয় নিয়েছে একটি স্কুল ঘরে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের বসত বাড়ী দখলে নিতে তার প্রতিবেশী সাবেক মেম্বার জিলু মিয়া ও আব্দুল হাফিজ সোহেল (কথিত সাংবাদিক) দীর্ঘদিন ধরে নানা অপতৎপরতা চালিয়ে আসছিলো। গত শুক্রবার দুপুরে গ্রামের লোকজন জুম্মার নামাজে থাকার সুযোগে রঙ্গিয়া গ্রামের বাসিন্দা ও তাজপুর ইউপির সাবেক মেম্বার জিলু মিয়া এবং আব্দুল হাফিজ সোহেলসহ ২০/২৫জন ব্যক্তি একই বাড়ির প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের বসত ঘরে হামলা চালায়। তারা গিয়াস উদ্দিনের হাত পা বেঁধে তাকে বাড়ীর পাশের ধানী জমিতে ফেলে রেখে তার মা ও তিন বোনকে শারিরীক নির্যাতন চালায়। এরপর হামলাকারী বসত ঘর লুটপাট ও ভাংচুর করে। খবর পেয়ে স্থানীয় মসজিদের মুসল্লিরা ছুটে এলে জিলু মিয়া ও আব্দুল হাফিজ সোহেলরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় দখলদারদের হামলায় আহত হন বাড়ির মালিক প্রতিবন্ধী গিয়াস উদ্দিন (৩৮), তার মা রংফুল বিবি (৬০), বোন লাকি বেগম (২৩), সাহেরা বেগম (২০) ও হেপি বেগম (১৮)।
এ ঘটনায় প্রতিবন্ধী গিয়াসের বোন হেপী বেগম সুহেলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখ করে শুক্রবার ওসমানীনগর থানায় (মামলা নং-০৭) দায়ের করেন। মামলা প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত সুহেলের চাচাতো ভাই নুরুল মিয়া, জিলু মিয়ার স্ত্রী রুপতারা বেগম ও তার মেয়ে ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ওই প্রতিবন্ধী পরিবার বাড়ীর পার্শ্ববর্তী খাসদরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, মামলার এজাহার ভূক্ত ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী আব্দুল হাফিজ সোহেলসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সুহেলের মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এদিকে উক্ত ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করেছে ‘সচেতন তাজপুরবাসী’। শনিবার বিকেলে তাজপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিলম্বে গিয়াস উদ্দিনের বাড়ীতে হামলাকারীদের আটক ও গৃহহীন গিয়াস উদ্দিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, মানবাধিকার কর্মী সাব্বির আহমদ, যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমূখ।