জাসদ নিয়ে এমপি এহিয়ার ফেসবুক স্ট্যাটাস
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৬:০১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পর পক্ষে বিপক্ষে নানা মন্তব্য এসেছে। এবার জাসদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির ইতিহাস নিয়ে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
তিনি বলেন, ইতিহাসের দিকে নয় সামনের দিকে তাকাতে হবে?!! উক্তিটি অতীতে শুনেছি জামাতি ইসলাম এর নেতাদের কন্ঠে?!! আর এখন শুনতেছি জাসদের কন্ঠে!!! জামাত আর জাসদের অনেক ইতিহাস আছে কারও স্বাধীনতা যুদ্ধের সময় আর কারও স্বাধীনতা যুদ্ধের পর?!!! আজ জামাত আদালতের কাঠগড়ায় আর জাসদ ইতিহাসের কাঠগড়ায়!