সিলেটে ১৪ দলের মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৫:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ দল ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেটে মানবন্ধন করবেন ১৪ দলের সিলেটের নেতৃবৃন্দরা।
আগামীকাল রবিবার বিকাল ৩টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হবে। মানববন্ধন কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর ১৪ দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।