আরিফুল হকের বাসার নাম এখন মেয়র হাউজ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
সুরমা ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামী সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা এখন ‘মেয়র হাউজ’।
গত ১৭ জুন সিলেট সিটি কর্পোরেশনের চলতি পরিষদের তিন বছর পূর্ণ হলো। তিন বছর পূর্তির দিন থেকে এই ‘নেম প্লেট’ লাগানো হয়েছে এমন কথা জানিয়েছেন নগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর বাসভবনে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।
সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরিফ চার্জশিটভুক্ত আসামী। তিনি একবছরের বেশি সময় ধরে কারাভ্যন্তরীন আছেন।